১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু -

নাটোরের সিংড়ায় হাঁসের খামারের শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

কৃষক ইমান আলী ছাতুয়া গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, সোমবার সকালে ইমান আলী ছাতুয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের পাশে তাল কুড়াতে যান। এ সময় খামারের শেয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে তার মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement