২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় বাস ভাড়ায় নৈরাজ্য

বগুড়ায় বাস ভাড়ায় নৈরাজ্য - ছবি : প্রতীকী

বগুড়ায় জ্বালানি তেলের মূল্য বাড়ানো পর বাসভাড়া নিয়ে অরাজকতার সৃষ্টি হয়েছে। জেলা ও আন্তঃজেলায় চলাচলকারী বাসগুলো একেক রুটে একেক ভাড়া হাঁকছে। এ নিয়ে যাত্রীদের সাথে কথা কাটাকাটির ঘটনাও ঘটছে।

জানা যায়, জ্বালানি তেলের মূল্য বাড়ার আগে বগুড়া থেকে ঢাকাগামী এসি বাসের ভাড়া ছিলো সাত শ’ টাকা। এখন তা বেড়ে ৯০০ টাকা হয়েছে। সাধারণ এসি বাসে আগে ভাড়া ছিল পাঁচ শ’ ৫০ টাকা। যা এখন ৭০০ টাকা করা হয়েছে। এসি হুন্দাই কোচে আগে ছিল এক হাজার টাকা, আর এখন বেড়ে এক হাজার ৩০০ টাকা করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বাসে বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা ।

বগুড়ার হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার সাব্বির হোসেন পিন্টু জানান, জ্বালানি তেলের দাম বেড়েছে বলেই ভাড়া বাড়ানো হয়েছে। তাছাড়া তেলের দাম বাড়তি হওয়ায় এখন যাত্রীও কমে গেছে। আগে যেখানে দু’-চারটা সিট ফাঁকা থাকত এখন সেখানে যাত্রী অর্ধেকে নেমেছে।

ঢাকাগামী বাসযাত্রী আনোয়ার হোসেন জানান, ঢাকায় কিছু দিন আগেও সাধারণ বাসে ৪০০ টাকা এবং এসিতে ৭০০ টাকার মধ্যে চলাচল করা যেত। কিন্তু এখন সব বাস কাউন্টার ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে।

বগুড়ার বাস শ্রমিক ও মালিকদের সাথে কথা হলে তারা জানান, তেলের দামের সাথে গাড়ির অন্য পার্টসের দামও বেড়েছে। যেকারণে সকল রুটের বাসের ভাড়া বেড়েছে। তবে ভাড়া নিয়ে কোথাও অরাজকতা সৃষ্টি হয়নি। কয়েক দিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে।

 


আরো সংবাদ



premium cement
প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ ভারতের মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারাল লক্ষৌ ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর যুক্তরাষ্ট্রে বিদেশী : ১ মেক্সিকো, ২ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যাবে না ভারত!

সকল