২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আবারো বাড়ছে যমুনার পানি

আবারো বাড়ছে যমুনার পানি। - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। এতে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

শনিবার দুপুর ১২টায় সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

কয়েক দিন আগে এলাকাবাসী বাড়িঘরের জিনিসপত্র নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় নিয়েছিলেন। পানি নেমে যাওয়ায় বাড়িতে ফিরেছিলেন। তবে পানি বাড়ার খবরে আবারো দুশ্চিন্তায় পড়েছেন তারা। পানি বাড়তে থাকলে আবারো ঘরের জিনিসপত্র ও গবাদিপশু নিয়ে উঁচু কোথাও যেতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার পরশুরাম জানিয়েছেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীতে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। প্রথম দফায় পানি নেমে বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।


আরো সংবাদ



premium cement