১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

গাবতলীতে প্রার্থীর মৃত্যুর পর চেয়ারম্যান পদে ভোট স্থগিত

-

বগুড়ার গাবতলী উপজেলার নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন পরিষদেরপ্রথম নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা (৫৪) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।

গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নিহত আশরাফুল হক গোল্লা চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তিনি সুখানপুকুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নেপালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আগামী ৩১ জানুয়ারি এই ইউপিতে ইভিএম এ ভোটগ্রহণের কথা ছিল। সম্প্রতি গাবতলী উপজেলার নেপালতলী ও সোনারায় ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে সুখানপুকুর ইউনিয়ন পরিষদ গঠন করেছে সরকার। এটাই সুখানপুকুর ইউপির প্রথম নির্বাচন। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গতবুধবার বিকেলে গাবতলী পৌরসভার খলিসাগুড়ো এলাকায় গাবতলী- সারিয়াকান্দী সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে মাথায় আঘাত পেয়ে তিনি মারা যান।


আরো সংবাদ



premium cement