২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকবে আবাসিক হল

রাবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকবে আবাসিক হল - ফাইল ছবি

সরকারি নির্দেশনার প্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার ফলে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশের পর শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস খোলা থাকবে। এছাড়া ক্যাম্পাসে সব জরুরি পরিষেবা-বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা যথারীতি চালু থাকবে।

অধ্যাপক পাণ্ডে বলেন, যে কোনো বিভাগ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের করোনার স্বাস্থ্যবিধি মেনে তাদের নিজ নিজ হলে থাকার এবং সকল জনসমাগম এড়াতে পরামর্শ দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সেমিনার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement

সকল