২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাজশাহীতে মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষক কারাগারে

-

রাজশাহীর বাগমারা উপজেলায় এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত মাদরাসা শিক্ষককে শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। পরে দুপুরে তাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম শাকিল আহম্মেদ। তিনি বাগমারা উপজেলার বাসুপাড়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক।

স্থানীয় সূত্র জানায়, বাসুপাড়া হাফেজিয়া মাদরাসায় দীর্ঘদিন ধরে শিশুশিক্ষার্থীদের কুরআন শিক্ষার কার্যক্রম চলে আসছে। আশপাশের এলাকার শিশুশিক্ষার্থীরা সেখানে কুরআন শিখে থাকে। মাদরাসার কর্তৃপক্ষ সেখানে তাদের থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা করেন। এজন্য দু’জন শিক্ষক নিয়োগ দেয়া হয়। গত বুধবার মাদরাসার নয় বছরের এক ছাত্রকে ওই শিক্ষক নিজ কক্ষে ডেকে নেন। পরে ওই ছাত্রকে তার কক্ষেই যৌন নির্যাতন করেন। এরপর ঘটনাটি কাউকে বললে প্রাণে মেরে ফেলা হবে বলেও ওই ছাত্রকে হুমকি দেন তিনি। কিন্তু শিক্ষকের পাশবিক নির্যাতনের শিকার ছাত্র কৌশলে মাদরাসা থেকে পালিয়ে বাড়ি চলে যায়। সে বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়।

অভিযোগের পর বাগমারা থানা পুলিশ মাদরাসায় অভিযান চালায়। এ সময় মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষক শাকিলকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ সাংবাদিকদের জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শিক্ষক নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নির্যাতনের শিকার ওই শিশুর বাবা থানায় মামলা করেন। ওই মামলায় শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় অসুস্থ ওই শিশুকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না

সকল