২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে সাংবাদ সম্মেলন

শিবগঞ্জে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে গালিগালাজের অভিযোগ

- ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগন্জের বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলামের বিরুদ্ধে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারকে সরকারি অফিসের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে সাংবাদিক সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন ভিকটিম ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি মহিলা ভাইস চেয়ারম্যান হলেও গত তিন বছর উপজেলা পরিষদের ১৭টি বিভাগের কোথায় কি কাজ হয় জানি না। টিআর প্রকল্প ও ৪০ দিনের কাজের বিষয়েও রেজুলেশনে সই নেয়া হয় না। আমি সভায় উপস্থিত থাকলেও গোপনীয়ভাবে উন্নয়ন কাজ করা হয়। আমি উন্নয়ন কাজ পরিদর্শন করতে চাইলে বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম আমাকে হুমকি ও গালিগালাজ করে।

সর্বশেষ উপজেলঅ পরিষদের সভা শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) রুমে গেলে সেখানে গিয়ে চেয়ারম্যান মহিদুল ও তার লোকজন আমাকে মারধর করে এবং শ্লীলতাহানি করে।

তিনি আরো বলেন, প্রতি বছর উপজেলা পরিষদের নারী উন্নয়ন ফোরামের বাজেটের শতকরা তিন ভাগ ১৯ লাখ ৪৯ হাজার ৩৭৬ টাকা ওই খাতে দেয়া হয় না। ইতোপূর্বে এ ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছি।

আবারো সাত দিনের মধ্যে স্বারকলিপি দেব । আশা করি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement