২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাড়ি থেকে ডেকে নিয়ে স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করলো ছেলে

বাড়ি থেকে ডেকে নিয়ে স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করলো ছেলে - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে সোহান মৃধা (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে পিবিআই‘র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার এ আর এম আলিফ।

পিবিআই পুলিশ সুপার জানান, পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী আজিজার রাহমানকে হত্যা করেছে তার প্রথম স্ত্রীর ছেলে সোহান মৃধা। এ ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


ঘটনার বিবরণে পিবিআইয়ের এই কর্মকর্তা জানান, আজিজার রহমানের সাথে তার প্রথম স্ত্রীর ছেলে সোহান মৃধার পারিবারিক ও বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে ছেলে সোহান আজিজারকে ডেকে নিয়ে পুরাতন বাড়ির আঙ্গিনায় নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে আজিজার রহমানের মাথায় স্টিলের পাইপ দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ছোট ভাই ফারুক মৃধাকে (১৫) সাথে নিয়ে লাশ উপজেলার আশা মনি হোটেলের সামনে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান তিনি।

এর আগে গত ১২ জানুয়ারি সকালে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকা থেকে আজিজার রহমান মৃধা (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আজিজার রহমান পৌর শহরের বকচর এলাকার বাসিন্দা। তিনি বাড়ির সামনে হোটেলের ব্যবসা করতেন। হোটেল থেকে একটু দূরে আজিজার রহমানের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ। পরের দিন ১৩ জানুয়ারি নিহত আজিজারের দ্বিতীয় স্ত্রী মেনেকা বেগম (৩৮) গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। ১৪ জানুয়ারি পিবিআই গাইবান্ধা তদন্তের দায়িত্ব পান।

 


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল