২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জনসন্তুষ্টি অর্জন করেছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট’

- ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো: আবু কালাম সিদ্দিক সাইবার ক্রাইম ইউনিট জনসন্তুষ্টি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘প্রযুক্তি নির্ভর অপরাধ কমাতে এবং প্রযুক্তির মাধ্যমে অধরাধীকে গ্রেফতার করতেই সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে। ইতোমধ্যে এর সুফল মিলছে এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে তারা জনসন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে।’

রোববার বেলা ১১টার দিকে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবনের উদ্বোধন শেষে কমিশনার মো: আবু কালাম সিদ্দিক সাংবাদিকদের এ কথা বলেন।

ভবনটির উদ্বোধনের প্রধান অতিথি পুলিশ কমিশনার আরো বলেন, ‘গত এক বছরে সাইবার ক্রাইম ইউনিট এক হাজার ৪০৫টি অভিযোগের মধ্যে এক হাজার ৩৩৫টি অভিযোগ নিষ্পত্তি করেছে। সেই সাথে নারীদের স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল করা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা, ভুয়া ম্যাসেঞ্জারের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও পাঠানোর মতো প্রায় ৩৬০টিরও বেশি অভিযোগ নিষ্পত্তি করেছে। এর ফলে নগরবাসীর প্রত্যাশা পূরণ বা জনসন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে সাইবার ক্রাইম ইউনিট।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর নগরীর শাহ মখদুম থানা কম্পাউন্ডে আরএমপির অস্থায়ী সদর দফতরে সাইবার ক্রাইম ইউনিটের উদ্বোধন করা হয়েছিল।

এদিকে রোববার দুপরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। পরে তিনি কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে ৫০০ জন দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম নার্গিস আরা, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলী, কাশিয়াডাঙ্গা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নাহিদ আক্তার নাহান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement