২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিষাক্ত ট্যাবলেট খেয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বিষাক্ত ট্যাবলেট খেয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা -

বগুড়ার ধুনটে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফারজানা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফারজানা ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরি গ্রামের আব্দুল গফুর মুন্সির মেয়ে।

পুলিশ জানায়, ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামের শাহেদ নামে এক ব্যক্তির সাথে ৮ মাস আগে ফারজানা আক্তারের বিয়ে হয়। ফারজানা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু কিছু দিন আগে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বাড়ি থেকে তিনি তার বাবার বাড়িতে চলে আসেন। বাবার বাড়িতে থাকাকালীন বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফরজানা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়েছে।

ধুনট থানার এসআই রুহুল আমিন খান জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement