১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

যেকোনো মুহূর্তে কাটাখালী পৌরসভার মেয়র পদ হারাতে পারেন আব্বাস

যেকোনো মুহূর্তে কাটাখালী পৌরসভার মেয়র পদ হারাতে পারেন আব্বাস - ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দলীয় পদ থেকে অপসারিত হয়েছেন কাটাখালী পৌরসভার বহুল আলোচিত মেয়র আব্বাস আলী। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন তিনি। আর যে কোনো সময় তিনি মেয়র পদটিও হারাতে পারেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫ নভেম্বর রাতে কাটাখালী পৌরসভার মেয়রের বিরুদ্ধে ১২ জন কাউন্সিলর স্বারিত অনাস্থাপত্র ও পৌরসভার রেজুলেশনের কাগজাদি জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়। এরপর ওই অনাস্থাপত্রের বিপরীতে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে গত ২৮ নভেম্বর পাঠানো হয়। কিন্তু, আব্বাসকে পৌরসভার মেয়রের পদ থেকে অব্যাহতিপত্র এখনো এসে পৌঁছেনি। বৃহস্পতিবার অথবা আগামী রোববারের মধ্যে এ সংক্রান্ত পত্র এসে পৌঁছতে পারে বলে সূত্রটি জানিয়েছে।


আরো সংবাদ



premium cement