২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বগুড়া জেলার ২০০ বছর উদযাপনে দিনব্যাপী সেমিনার

বগুড়া জেলার ২০০ বছর পূর্তিতে সেমিনারের বর্ণাঢ্য উদ্বোধন - ছবি : নয়া দিগন্ত

বগুড়া জেলা গঠনের ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে শনিবার শহরের শহীদ টিটু মিলনায়তনে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এমেরিটাস ড. এ কে এম ইয়াকুব আলী। সভাপতিত্ব করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ডা: সি এম ইদরিস।

সংগঠনের সহ-সভাপতি রেজাউল হাসান রানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন - জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শের আলী, ডা: মুশিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ডলার, কোষাধ্যক্ষ সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, কার্যনির্বাহী সদস্য রেজাউল বারী ঈসা, জিয়াউর রহমান, মো: সাইরুল ইসলাম প্রমুখ।

সেমিনারে ‘বগুড়া কথা-দুই’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ‘বগুড়ার উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের উপর কি-নোট পেপার উপস্থাপন করেন অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল। এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস। রিসোর্স পারসন হিসেবে ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. মোহাম্মদ হাসনাত আলী।

বিকেলে ‘বগুড়ার লোকজ সংস্কৃতির অতীত ও বর্তমান’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের উপর কি-নোট পেপার উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। সভাপতিত্ব করেন পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক আ ন ম রেজাউল করিম। রিসোর্স পারসন ছিলেন বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহিদুর রহমান ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা আহাদ তালুকদার। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রসঙ্গত, দুই শ’ বছর আগে ১৮২১ সালের ১৩ এপ্রিল তৎকালীন বৃটিশ সরকার বগুড়া জেলা গঠন করেন।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন

সকল