২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নাটোরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টিকাদান শুরু

- ছবি : সংগৃহীত

নাটোরে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল নয়টায় বিএমএ ভবনে এ কার্যক্রম শুরু হয়।

সকালে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান।

এ সময় টিকাদান কেন্দ্রের ফোকাল পারসন ডা: মোহাম্মদ রাসেল বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ভ্যাকসিন পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া সংক্রান্ত ব্যবস্থাপনা কমিটির ফোকাল পারসন ও নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ মুনজুরুর রহমান জানান, শিক্ষার্থীরা আগ্রহসহ টিকা নিচ্ছেন। আমরা নিবিড়ভাবে টিকা প্রদান পরবর্তী প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছি।

সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান বলেন, জেলার জন্যে ফাইজারের ১৮ হাজার টিকা পাওয়া গেছে। কার্যক্রমের শুরুতে জেলার ১৪ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা দেয়া হবে। মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিষয়টি জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষ হলে ১২ থেকে ১৭ বছর বয়সী জেলার লক্ষাধিক শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।


আরো সংবাদ



premium cement