২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সীমান্তের ওপারে এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

- ছবি : সংগৃহীত

নওগাঁর পোরশা নিতপুর সীমান্তের ওপারে মনিরুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার চকবিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার দিবাগত রাতে বেশ কয়েকজন ভারতের গুরু পার করার জন্য ওপারে গেলে বিএসএফের হাতে আটক হন মনিরুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন গরুর রাখাল বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গরু নেয়ার জন্য প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় ভারতীয় ১৫৯ কেদারিপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ২৩১ মেইন পিলারের ভারতের অভ্যন্তরে ভূতপাড়া গ্রামে তিনটি গরুসহ বিএসএফ সদস্যরা মনিরুলকে আটক করে। পরে স্থানীয় হবিপুর থানায় বিএসএফ তাকে হস্তান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করে ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার আজিজুল ইসলাম জানান, তারা মনিরুলকে ফেরত চেয়ে কেদারিপাড়া ক্যাম্পে চিঠি দিয়েছিলেন। কিন্তু মনিরুলকে হবিপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।


আরো সংবাদ



premium cement