২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পূজামণ্ডপে চোলাই মদপানে যুবকের মৃত্যু

- ছবি : সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত চোলাই মদপানে নীতিশ পাহান (১৯) নামে এক ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে পূজামণ্ডপ থেকে চোলাই মদ খেয়ে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে ভ্যান থেকে পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মৃত নীতিশ পাহান উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর চৌঘাট তালপাড়া এলাকার জগেন পাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলা সদরে পূজামণ্ডপের প্রতীমা দেখার জন্য বন্ধুদের সাথে বের হন নীতিশ পাহান। রাতে আনন্দ উৎসবের একপর্যায়ে মাত্রাতিরিক্ত চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ভোর হলে সেখান থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে হঠাৎ পড়ে যান নিতীশ। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: আনজুমান আরা তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রাকিবুল হুদা বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল তথ্য তৈরি করে কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement