১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

পাবনায় ভেট সোসাইটি’র কমিটি গঠন

পাবনায় ভেট সোসাইটি’র কমিটি গঠন - ছবি : সংগৃহীত

পাবনা ভেট সোসাইটি’র ২০২১-২০২৩ সেশনের দুই বছর মেয়াদী কমিটি গঠিত হয়েছে। গত সোমবার কমিটির অনুমোদন দেন সংগঠনটির আহ্বায়ক ডা. মাহবুবুল ইসলাম টুকু মিঞা ও যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. গোলাবার হোসেন।

এতে সভাপতি হয়েছেন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল (সাবেক ডিন, ভেটেরিনারি অনুষদ সিকৃবি)। সিনিয়র সহসভাপতি পদের রয়েছেন প্রফেসর ড. বাহানুর রহমান (বাকৃবি), ডা. মোজাম্মেল হক (এডিশনাল ডিআইজি, ডিরেক্টর র‌্যাব-৪), ডা. সাইদুল ইসলাম (ডিজিএম- মিল্কভিটা), ডা. মাহবুবুল ইসলাম টুকু মিঞা, প্রফেসর ড. গোলবার হোসেন, ডা. মতিয়ার রহমান ও ড. সাইদুর রহমান। সহসভাপতি (ভিপি) পদে রয়েছে মাইদুল ইসলাম (সিকৃবি)। সাধারণ সম্পাদক হয়েছেন এস এম সাখাওয়াত হোসেন সজল। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আবু সালেহ মুসা ও ফেরদৌস ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে কামরুল ইসলাম তুহিন। কোষাধ্যক্ষ পদে ড. লিয়াকত হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সিসভেক)। দফতর সম্পাদক পদে রাজীব দাশ রিন্টু। প্রচার সম্পাদ পদে রাবিনা খাতুন।

পাবনা জেলার বাসিন্দা যারা দেশে-বিদেশে ভেটেরিনারি বিষয়ে পড়াশোনা করেছেন ও করছেন তাদের নিয়ে ‘দ্যা ভেট সোসাইটি অব পাবনা’ তার কার্যক্রম পরিচালিত করছে। ভেটেরিনারিয়ানদের চাকরিসহ বিভিন্ন স্বার্থ, খামারীদের স্বার্থ ও প্রাণি সম্পদের উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন নব গঠিত কমিটির সভাপতি।


আরো সংবাদ



premium cement