২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

- প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় শ্রীমতি সুন্দরী তাতি (৫৫) নামের এক আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শ্রীমতি সুন্দরী তাতি ওই গ্রামের শ্রী মনি তাতির স্ত্রী।

শেরপুর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির লোকজন শ্রীমতি সুন্দরী তাতিকে ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে শয়নকক্ষের তীরের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে ওই নারী ঘরের তীরের সাথে শাড়ী কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement