২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বল খুঁজতে গিয়ে পাওয়া গেল লাশ

বল খুঁজতে গিয়ে পাওয়া গেল লাশ -

সিরাজগঞ্জের তাড়াশে একদল কিশোর বল খুঁজতে গিয়ে আব্দুল মতিন (৪০) নামে এক মোবাইল মেকারের লাশ দেখতে পায়। বুধবার সকালে গুল্টাবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ লাশ পাওয়া যায়।

আব্দুল মতিন উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্ম পাড়া গ্রামের মৃত ফজলার হোসেন।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে গুল্টাবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একদল কিশোর ফুটবল খেলছিল। হঠাৎ তাদের বলটি বিদ্যালয়ের নলকূপ ও পায়খানার প্রাচীরের মধ্যে যায়। তখন তারা বল খুঁজতে গিয়ে লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে বিষয়টি জানায় তারা।

নিহতের স্ত্রী শেফালীর খাতুন অভিযোগ করেন, তার স্বামী আব্দুল মতিনকে হত্যা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন যুবক জানান, মোবাইল মেকার আব্দুল মতিনের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ওই কারণেও তাকে হত্যা করা হতে পারে। তারা আরো বলেন, আগেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেয়েদের সাথে প্রেমঘটিত ব্যাপারে এসাহাক আলী, রওশন বাউল ও আবু সাইদ নামে এক গৃহশিক্ষককে বেদম মারপিট করে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু তারা প্রাণে বেঁচে যান।

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক বলেছেন, নিহতের লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তদন্তের পর জানাতে পারব।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

সকল