১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বল খুঁজতে গিয়ে পাওয়া গেল লাশ

বল খুঁজতে গিয়ে পাওয়া গেল লাশ -

সিরাজগঞ্জের তাড়াশে একদল কিশোর বল খুঁজতে গিয়ে আব্দুল মতিন (৪০) নামে এক মোবাইল মেকারের লাশ দেখতে পায়। বুধবার সকালে গুল্টাবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ লাশ পাওয়া যায়।

আব্দুল মতিন উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্ম পাড়া গ্রামের মৃত ফজলার হোসেন।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে গুল্টাবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একদল কিশোর ফুটবল খেলছিল। হঠাৎ তাদের বলটি বিদ্যালয়ের নলকূপ ও পায়খানার প্রাচীরের মধ্যে যায়। তখন তারা বল খুঁজতে গিয়ে লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে বিষয়টি জানায় তারা।

নিহতের স্ত্রী শেফালীর খাতুন অভিযোগ করেন, তার স্বামী আব্দুল মতিনকে হত্যা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন যুবক জানান, মোবাইল মেকার আব্দুল মতিনের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ওই কারণেও তাকে হত্যা করা হতে পারে। তারা আরো বলেন, আগেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেয়েদের সাথে প্রেমঘটিত ব্যাপারে এসাহাক আলী, রওশন বাউল ও আবু সাইদ নামে এক গৃহশিক্ষককে বেদম মারপিট করে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু তারা প্রাণে বেঁচে যান।

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক বলেছেন, নিহতের লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তদন্তের পর জানাতে পারব।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের

সকল