২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাবিতে নিয়োগ পেলেন ৪৭ জন ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় গেট - ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য দেয়া নিয়োগে ১৩৭ জনের মধ্যে ৪৭ জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী নিয়োগ পেয়েছেন। যাদের অধিকাংশকেই নিয়োগ দেয়া হয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে।

নিয়োগ পাওয়াদের মধ্যে আছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান ও সাবেক কমিটির ৩১ জন নেতাকর্মী, মহানগর ছাত্রলীগের ৯ জন, এছাড়া জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতাকর্মী। এর মধ্যে ফিশারিজ বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ।

কর্মকর্তা পদে পাঁচজনের মধ্যে রাবি ঘাদানিকের সাবেক সভাপতি মতিউর রহমান, রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন, রাজশাহী জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক সোনিয়া তাসনীম, রাবি ছাত্রলীগ কর্মী তারিফুজ্জামান, মুন্নুজান হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা।

তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারি পদে নিয়োগ পেয়েছেন ৪১ জন। এর মধ্যে সিনিয়র সহকারী পদে একজন, ১৭ জন উচ্চমান সহকারী পদে ১২ জন, নিম্নমান সহকারী পদে নিয়োগ পেয়েছেন।

এছাড়া যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন রাবি ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি মাহফুজ আল আমিন, সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, তৌহিদ মুর্শেদ, ছানোয়ার হোসেন, রাসেল, ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান সুমন, সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, ফিরোজ মাহমুদ, মাসুদ রানা, সাবেক ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক টগর মো: সালেহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল মাসুদ।

এছাড়া রাবি ছাত্রীগের সদস্য বোরহান উদ্দীন খান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আজিম বিন কামাল, মতিহার হলের সাবেক সহ-সভাপতি শামীম রেজা, সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুন্নুজান হলের সহ-সভাপতি সোনিয়া ইসলাম।

জিয়া হলের সহ-সভাপতি আরিফ, রাবি ছাত্রলীগের কর্মী অনিক মাহমুদ বনি, শারমিন আক্তার, রোকসানা আক্তার, আরশাদী আব্বাস, সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি রকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক কামরুন নাহার কেয়া, তাপসী রাবেয়া হল ছাত্রলীগের সদস্য রাহেমা খাতুন, রোকেয়া হল ছাত্রলীগের সদস্য আবু সালেহা সুরাইয়া খানম ইফতি। এসএম হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু জাফর, রাবি ছাত্রলীগের সদস্য মোশারফ হোসেন।

মতিহার থানা ছাত্রলীগের সদস্য নবাব আলী, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আলিমুল হাসান সজল, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক। ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মাহফুজুর রহমান, মতিহার থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য জাকারিয়া ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সদস্য মুক্তার হোসেন, একই ওয়ার্ড ছাত্রলীগের সাবেক কর্মী গোলাম সারওয়ার নিয়োগ পেয়েছেন।

ওই তালিকার নিচের দিকে লেখা আছে, এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার আওয়ামী লীগের নিবেদিত পরিবার, মুক্তিযোদ্ধাদের পরিবার এবং মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিসহ মোট ১৩৭ জন শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন।


আরো সংবাদ



premium cement
সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক

সকল