২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অবশেষে করোনার টিকার আওতায় আসছে রাবি শিক্ষার্থীরা

-

অবশেষে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। টিকা নিতে আগামী ২৪ মে’র মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের।

সোমবার দুপুরে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো: বাবুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নাম অন্তর্ভুক্তির লক্ষ্যে আগামী ২৪ মে ২০২১ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত লিঙ্ক (https://sites.ru.ac.bd/studentnid/login/php) ব্যবহার করে স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID) জমা প্রদান করতে হবে।’

উল্লেখ্য, মহামারী করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের টিকা নিয়ে এ বছরের ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেয়া হয়। এরই প্রেক্ষিতে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে রাবি প্রশাসন।


আরো সংবাদ



premium cement