২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কর্মহীনদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা অব্যাহত : পলক

কর্মহীনদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা অব্যাহত : পলক - ছবি- নয়া দিগন্ত

তথ্য প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনাকালীন কর্ম হারিয়ে আর্থিক সঙ্কটে পড়া পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন। দেশের মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে। ৩৩৩ নম্বরে ফোন করে সাত লাখ মানুষ খাদ্য সহায়তা পেয়েছে। আরো প্রায় এক কোটি মানুষের মোবাইলে আড়াই হাজার টাকা করে মানবিক সহায়তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বেলা ১১টায় সিংড়ায় পৌরসভাসহ ১২টি ইউনিয়নে সাড়ে ২৪ হাজার পরিবারের মাঝে ৪৫০ টাকা করে নগদ অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী পলক আরো বলেন, সিংড়ার পাঁচ লাখ লোক গত ১৩ মাসে করোনার মধ্যে দু’বার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুঃসময়ে প্রকৃত বন্ধুর মতো তাদের পাশে থেকেছি। আমৃত্যু এলাকার জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চাই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, পৌর মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ ও উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement