২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পাঠাগার স্থাপন

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পাঠাগার স্থাপন - ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের উদ্যোগে পুলিশ লাইন্স অভ্যান্তরে ‘জ্ঞান অন্বেষণ’ নামক পাঠাগার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইফতারের আগে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ লাইব্রেরির উদ্বোধন করেন।

লাইব্রেরি উদ্বোধনকালে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, অন্তহীন জ্ঞানের উৎস হলো বই। আর বইয়ের আবাসস্থল হলো পাঠাগার। একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার। পাঠ্যপুস্তক অধ্যায়ন করে মানসিক বিকাশের মাধ্যমে সমগ্র জাতির উন্নতি সম্ভব। নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে ‘জ্ঞান অন্বেষণ’ নামক লাইব্রেরি।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল ও পাঁচ থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement