২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা - ছবি- নয়া দিগন্ত

পদ্মাপাড়ের কাঠালবাড়ী প্রান্তে গত ৩ মে স্পিডবোট দুর্ঘটনায় ঘটনাস্থলে ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে আটজনের বাড়ি বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় অবস্থিত। নিহত আটটি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানের পক্ষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ নিহত আটটি পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা: বাবর, বরিশাল অঞ্চল টিমের সদস্য মাওলানা ফখরুদ্দীন খান রাযী, জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারি ড. মাহফুজুর রহমান, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নাল আবেদীন, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমির মাওলানা সহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন, বরিশাল মহানগর বন্দর থানা আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী, পৌরসভা আমির হাফেজ সফিকুল ইসলাম, মাওলানা আ: কুদ্দুস, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম ও মাস্টার মোহাম্মদ আলী প্রমুখ।

এ সময় জামায়াত নেতারা বলেন, এ দুর্ঘটনার দায় সরকার এড়াতে পারেন না।

এর আগে নিহতদের কবর জিয়ারত করেন। পরে প্রতিটি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়।


আরো সংবাদ



premium cement