২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তারেক রহমানের জনপ্রিয়তা সরকার ভয় পায় : লালু

তারেক রহমানের জনপ্রিয়তা সরকার ভয় পায় : লালু - ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, তারেক রহমান মানুষের মনিকোঠায় ঠাই করে নিয়েছেন। তার জনপ্রিয়তা দেখে সরকার ভয় পাচ্ছে। সরকার মনে করে, তারেক রহমানকে দমাতে পারলেই বিএনপিকে দমানো যাবে। কিন্তু বিএনপি ও তারেক রহমানকে কখনো দমানো যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারাবন্দী দিবস উপলক্ষে রোববার বগুড়ায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে কেএম খায়রুল বাশারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বগুড়া পৌরসভার রেজাউল করিম বাদশা।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, সহীদ উন নবী সালাম, সাইদুজ্জামান শাকিল, মনিরুজ্জামান মনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, নাজমা আক্তার ও শ্রমিকদলের নেতা লিটন শেখ বাঘা প্রমুখ।


আরো সংবাদ



premium cement