২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল শুরু

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল শুরু - ফাইল ছবি

টানা দুই দিনের ভোগান্তির পর রাজশাহীতে অঘোষিত বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে আবারো রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লা বিভিন্ন রুটের বাস চলাচল শুরু হয়েছে। একইসাথে শুরু হয়েছে আন্তঃজেলা রুটের বাস চলাচলও। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে এই অঘোষিত ধর্মঘট ডাকা হয়েছিল বলে দলটির নেতারা অভিযোগ করেন।

অঘোষিত বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে মঙ্গলবার কার্যত সড়ক পথে অচল হয়ে পড়ে রাজশাহী। এতে যাত্রীদের মধ্যে অসহনীয় দুর্ভোগ নেমে আসে। এর আগে সোমবার সকাল থেকে হঠাৎ করেই পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে তা মঙ্গলবার গড়ায় দ্বিতীয় দিনে। ঠিক কখন নাগাদ আবার বাস চলাচল শুরু হবে সে ব্যাপারে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছিলেন না।

তবে পরিবহন নেতারা জানান, বগুড়ায় তাদের দুই শ্রমিককে মারধর ও সড়কে নিরাপত্তার বিঘ্ন ঘটার আশঙ্কায় তারা বাস চলাচল বন্ধ রেখেছিলেন।

এ দিকে বিএনপি নেতারা বলেন, মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ বানচাল করতেই সোমবার থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement