২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সমাবেশে যাওয়ার পথে বাধার মুখে তাবিথ আউয়াল

সমাবেশে যাওয়ার পথে বাধার মুখে তাবিথ আউয়াল - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী মহাসমাবেশে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার ঢাকা থেকে রাজশাহীর সমাবেশ স্থলে আসার পথে পুঠিয়াতে পুলিশ তার গাড়িবহর আটকায় এবং সেখানে তাকে রাজশাহীতে না যাওয়ার জন্য অনুরোধ জানায় পুলিশ। এ সময় পুলিশের সাথে তাবিথ আওয়াল সমর্থকদের বাকবিতণ্ডা হয়।

এ বিষয়ে তাবিথ আউয়াল নয়া দিগন্তকে বলেন, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছি। তারই ধারাবাহিকতায় আজ রাজশাহী বিভাগীয় মহাসমাবেশে যোগ দেয়ার জন্য এলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার সরকার পুলিশ দ্বারা আমাকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগদান করতে বাধাগ্রস্ত করে এবং আমাকে মাত্র ১০ জন কর্মী সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। আমি এই নোংরা কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement