২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অতঃপর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে প্রেমিক আটক

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অতঃপর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে প্রেমিক আটক - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে বর সেজে বউ আনতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল নিমাই চন্দ্র মন্ডলের (২৮)। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পরিবর্তে তাকে যেতে হলো কারাগারে। বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সোমবার দুপুরে নিমাই চন্দ্র মন্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় উপজেলা সদরের ঘোষপাড়া মোড়ের নিজ বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার ডা: ক্ষেমচাঁদ মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ফাজিলপুর এলাকার দিপক চন্দ্র মন্ডলের কলেজ পড়ুয়া মেয়ের সাথে নিমাই চন্দ্র মন্ডল প্রায় আড়াই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ সময় বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন। এরপর মেয়েটি নিমাই চন্দ্র মন্ডলকে বিয়ের জন্য চাপ দিলে তা প্রত্যাখ্যান করে মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে দেন। মেয়ের পরিবার বিষয়টি জানার পর ছেলের পরিবারকে জানালে ছেলের পরিবার বিভিন্ন বাহানা করে ছেলেকে অন্যত্র বিয়ের দেয়ার সিদ্ধান্ত নেন।

কয়েক দিন আগে ওই তরুণী জানতে পারেন নিমাই চন্দ্র মন্ডল অন্যত্র বিয়ে করছেন। পরে ২৮ ফেব্রুয়ারি রোববার মহাদেবপুর থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ করেন।

রোববার নিমাই চন্দ্র মন্ডলের গায়ে হলুদ ও রাতেই তার বিয়ের দিন ধার্য ছিল। গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে পুলিশ তাকে গ্রেফতার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দীন মাহমুদ জানান, ‌‘অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় নিমাই চন্দ্র মন্ডলকে গ্রেফতার করে। প্রেমিকাকে ধর্ষণের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান বিরোধী নয় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের

সকল