১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তাড়াশে হত্যা মামলার আসামি হলেন কলেজের সভাপতি

তাড়াশে হত্যা মামলার চার্জসিটভুক্ত আসামিকে কলেজের সভাপতি করার অভিযোগ - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে জেলা প্রশাসক ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদনে হত্যা প্রমাণিত হওয়ায় মামলার চার্জসিটভুক্ত আসামি অধ্যাপক ডা: শ্রী গজেন্দ্রনাথ মাহাতোকে গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি করার অভিযোগ উঠেছে। তিনি ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক।

ওই হত্যা মামলার চার্জসিটভুক্ত আসামিরা হলেন, গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আসাদুজ্জামান (৫৫), সভাপতি ডা: শ্রী গজেন্দ্রনাথ মাহাতো (৪৮), বিদোৎসাহী সদস্য আব্বাস উজ্জামান (৫৮) ও নজরুল ইসলাম (৪৫) ও অভিভাবক সদস্য শ্রী ধীরেন্দ্রনাথ বসাক (৬০)।

অভিযোগ ও ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার তাড়াশ উপজেলার গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রী কলেজের নির্মাণাধীন গেটের ছাদ আকস্মিকভাবে ধ্বসে ঘটনাস্থলে তোজাম্মেল হক ও রাশিদুল হক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরো দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় উপজেলার গাবর গারী গ্রামের মো: আব্দুস সাত্তার তাড়াশ থানায় ধারা-৩০৪-(ক) পেনাল কোডে মামলা দায়ের করেন। বস্তুল গ্রামের রাশিদুল হকের স্ত্রী মিম খাতুন সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও পিবিআই সমন্বয়ে পৃথক পৃথক তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান এ কাজে কোনো কমিটি গঠন এবং গভর্নিং বডির কোনো সদস্যকে সম্পৃক্ত না করে একক সিদ্ধান্তে প্রকৌশল দিয়ে ডিজাইন প্রনয়ণ বা রড ব্যবহার না করে এবং স্থানীয় ব্যক্তিবর্গের মতামত ও পরামর্শ উপেক্ষা করে নিয়মনীতি তোয়াক্কা না করে নির্মাণকাজটি সম্পূর্ণ করেন। ফলে গেটটি ধ্বসে পড়ে ঘটনাস্থলে দু’জনসহ পরে চারজন মারা যায়। ফলে গেট ধ্বসে পড়া এবং ওই ঘটনায় হতাহতের সকল দায় এককভাবে অধ্যক্ষের উপরেই বর্তায়।

এ ব্যাপারে গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রী কলেজের সভাপিত ডা: শ্রী গজেন্দ্রনাথ মাহাতো বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে সভাপতি করেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

জাতীয় বিশ্বদ্যিালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: মনিরুজ্জামান বলেন, সভাপতি একজন সম্মানিত চিকিৎসক। সেইদিক থেকে তাকে আরো দু’বছরের জন্য সভাপতি করা হয়েছে। আর চারজন শিক্ষকের বেতন ভাতা ছাড়ের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল