২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শিবগঞ্জে স্কুলছাত্র মাহতাব হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শিবগঞ্জে স্কুলছাত্র মাহতাব হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - নয়া দিগন্ত

বগুড়ার শিবগঞ্জের রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র মাহতাব আলী (১৪) হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। হত্যার সথে জড়িতদের শাস্তির দাবিতে সোমবার ঢাকা-রংপুর মহাসড়কে রহবল বন্দরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

ওই বিদ্যালয়ের সভাপতি মো: সাজ্জাদুর রহমান টুটুল জানান, ‘মাহতাব অত্যন্ত মেধাবী ও নম্র স্বভাবের ছিল। তার নির্মম হত্যা আমরা কেউ মেনে নিতে পারছি না। প্রশাসনের কাছে আমরা তার হত্যাকারী সাইফুল ও সহযোগীদের অবিলম্বের ফাঁসি চাই।’

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উপজেলার দেউলী ইউপির কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা সাইফুল এলোপাথাড়ি আঘাত করে ভাতিজা মাহতাব আলীকে গুরুতর আহত করেন। গত সোমবার সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মাহতাব আলী কৃষ্ণপুর (মধুপুর) গ্রামের জিয়াউল হকের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে সোমবার রাতেই প্রধান আসামি সাইফুল ইসলাম ফকিরকে (৫৫) পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, মামলার অপর আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement