২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

-

বিএনপি নেতা ও পরিবহন মালিক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি সোহাগ সরদারকে (৩৫) দীর্ঘ ২১ মাস পর গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার চারামাথা আন্তঃজেলা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে তাকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। তিনি বগুড়া সদরের বড় কুমিড়া দক্ষিণ পাড়ার রঞ্জু সরদারের ছেলে।

জানা গেছে, পরিবহন মালিক সমিতি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত ১০টার দিকে নিশিন্দারা উপশহর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মাহবুব আলম শাহীনকে। এই ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি সোহাগ পলাতক ছিলেন।

মামলাটি তদন্ত শেষে গত বছরের ৩০ জানুয়ারি ১৪ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমবার হোসেন।

সোহাগ দীর্ঘ দিন পলাতক থাকার পর সম্প্রতি বগুড়ায় আসেন। এরপর অনেকটা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে সোহাগ চারমাথা এলাকায় ঘোরাফেরা করার সময় সদর থানার এসআই মঞ্জুরুল হক ভুঁঞা তাকে গ্রেফতার করেন।

সোহাগের বিরুদ্ধে সদর থানায় ২০১২ এবং ২০১৪ সালে আরো দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরো সংবাদ



premium cement