২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাবনার তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন

পাবনার তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন প্রশাসন - নয়া দিগন্ত

পাবনার ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্টের ২৯তম তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার দু'দিন ব্যাপী তাফসীর মাহফিল শুরুর আগ মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়েছে।

দারুল আমান ট্রাস্টের সেক্রেটারী নেসার আহমেদ নান্নু মাহফিল বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মাহফিলের প্রথম দিন বুধবার প্রধান বক্তা ছিলেন আল্লামা সাদিকুর রহমান আজহারী, দ্বিতীয় দিন সকালে মহিলা মাহফিল ও বিকেলে পুরুষ মাহফিলের প্রধান বক্তা ছিলেন মাওলানা নুরুল আমিন।

ট্রাষ্ট কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ ২৮ বছর টানা এই ময়দানে মাহফিল হয়ে আসছে। মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদী গ্রেফতারের আগে এই মাহফিলে প্রতি বছর প্রধান বক্তা থাকতেন। হাজার হাজার নারী পুরুষ এই মাহফিলে অংশগ্রহণ করে। তারা দীর্ঘ ২৮ বছর প্রশাসনের সহযোগিতায় মাহফিল পরিচালনা করে আসছিলেন। কিন্ত এবার ২৯তম মাহফিল সকল প্রস্তুতির পর শুরু হবার আগে এসে প্রশাসন বন্ধ করে দেয়ার দুঃখ প্রকাশ করেন।

এদিকে হঠাৎ মাহফিল বন্ধ করে দেয়ায় হাজার হাজার মানুষ এসে ফিরে যান এবং ক্ষোভ প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement