ঈশ্বরদী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
- ঈশ্বরদী সংবাদদাতা
- ১৬ জানুয়ারি ২০২১, ২২:২২

ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইছাহক আলী মালিথা। তিনি দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ঈশ্বরদী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইছাহক আলী মালিথা পেয়েছেন ২৮ হাজার ৫৯২ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন দুই হাজার ১২৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মুহা: মাসুম বিল্লাহ ৪৯৯ ভোট।
অন্যদিকে ৯টি সাধারণ ওয়ার্ডে ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন পাবনা নির্বাচন কর্মকর্তা। কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১নং ওয়ার্ডে কামাল হোসেন, ২নং ওয়ার্ডে মনিরুল ইসলাম সাবু, ৩নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডে আমিনুর রহমান, ৫নং ওয়ার্ডে ওয়াকিল আলম, ৬নং ওয়ার্ডে আবুল হাসেন, ৭নং ওয়ার্ডে আব্দুল লতিফ মিন্টু, ৮নং ওয়ার্ডে উজ্জল হোসেন, ৯নং ওয়ার্ডে ইউসুফ হোসাইন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩নং ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন ৪,৫ ও ৬নং ওয়ার্ডে রহিমা খাতুন ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডে ফিরোজা বেগম নির্বাচিত হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা