২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ছুরিকাঘাতে নিহত সেই প্রার্থী কাউন্সিলর নির্বাচিত

প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন তরিকুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে ভোট গণনার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন তরিকুল ইসলাম নামে এক কাউন্সিলর প্রার্থী। পরে ফলাফল ঘোষণায় তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ৬নং ওয়ার্ড থেকে ডালিম মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

শনিবার রাতে জেলা শহরের নতুন ভাঙ্গবাড়ি মহল্লায় প্রতিপক্ষ ও পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন গ্রুপের হাতে তিনি নিহত হন বলে স্থানীয় সূত্র ও স্বজনেরা জানায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: গোলাম মোস্তফা জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে হেরে গিয়ে সরকারদলীয় সমর্থক শাহাদত হোসেন বুদ্দিনের (উটপাখি প্রতিক) সাথে বিজয়ী কাউন্সিলর প্রার্থী তারিকুল খান ইসলাম (ডালিম) ও তাদের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ছুরিকাঘাতে গুরতর আহত হন তারিকুল ইসলাম খান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নতুন ভাঙ্গবাড়ি ও ব্যাপারি পাড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়ের সমর্থকরা। সংঘর্ষ এড়াতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement

সকল