১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় ইসলামী জলসাসহ সব ধরনের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ

-

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বগুড়া সদর উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, খেলার মাঠ, বাড়ির উঠান বা খোলা জায়গায় ইসলামী জলসাসহ সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আদেশে আরো বলা হয়েছে, কোভিড-১৯ সেকেন্ড ওয়েভ মোকাবেলায় বগুড়া সদর উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, খেলার মাঠ, বাড়ির উঠান অথবা খোলা জায়গায় ধর্মীয় অনুষ্ঠান (ইসলামী জলসা) বা সনাতন ধর্মীয় সমাবেশ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, জন্মদিন, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে জনসমাগম হয় এ রকম অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। করোনার সংক্রমণ থেকে জনগণকে রক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement