১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

গাবতলী সুখানপুকুরে ’কৃষক মাঠ দিবস’ পালিত

গাবতলী সুখানপুকুরে ’কৃষক মাঠ দিবস’ পালিত - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার গাবতলী সুখানপুকুর মহিষবাথান গ্রামে মাতৃ সরোবর চত্তরে সোমবার হাইব্রীড ধান ’সবুজ সাথি’ কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। কৃষক গৌড় চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান।
বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, টেরিটরি ম্যানেজার আব্দুস সালাম, পরিবেশক আবু সুফিয়ানসহ অনেকে গণ্যমান্য ব্যক্তি।

উল্লেখ্য, এবছরে কৃষকরা বগুড়া জেলাসহ গাবতলী উপজেলায় হাইব্রীড সবুজ সাথী ধান চাষে ভালো ফলন পেয়েছেন। ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষকদের মাঝে এ ধান চাষে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে। কৃষক মাঠ দিবসে শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেন।


আরো সংবাদ



premium cement