১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

দেশের গণমাধ্যম ক্রান্তিকাল অতিক্রম করছে : এমপি সিরাজ

বক্তব্য রাখছেন গোলাম মো: সিরাজ - ছবি : নয়া দিগন্ত

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ বলেছেন, দেশের গণমাধ্যম এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এমন খারাপ অবস্থা আগে কখনো হয়নি। এ শিল্পের সাথে জড়িত সাংবাদিক কর্মচারীরাও কঠিন সময় পার করছে। এর মধ্যে করোনার কারণে অবস্থা আরো ভয়াবহ হয়েছে।

তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৩ বছর ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে। তবুও যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে। আজও সাহস করে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা দেশের দুর্নীতি ও লুটপাটের চিত্র গণমাধ্যমে তুলে ধরছে। তাই বিএনপি ভবিষ্যতেও পাশে থাকবে। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন।

তিনি মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে করোনাকালে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বগুড়া জেলা বিএপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা।

সভায় আরো উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মোশারফ হোসেন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, মোর্শেদ মিল্টন, আহসানুল তৈয়ব জাকির, কেএম খায়রুল বাশার, মাফতুন আহমেদ খান রুবেল, মীর শাহে আলম, এনামুল কাদির এনাম, সহিদ উন নবী সালাম, তাহা উদ্দি নাহিনসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement