১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আত্রাইয়ে সাপের দংশনে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

- প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের দংশনে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রশিদের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি উপজেলার ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রশিদ ভোর রাতে বাড়ির পাশের মসজিদে আজান দেয়ার জন্য বের হয়েছিলেন। পথের মধ্যে তিনি পায়ে কিছু একটার আঘাত অনুভব করেন। আঘাতে তার ক্ষতস্থান থেকে সামান্য রক্ত বের হয়ে জ্বালাপোড়া শুরু হয়। তিনি তাতে গুরুত্ব না দিয়ে অযুর পর আজান শেষ করেন। তারপরই তার ক্ষতস্থানের যন্ত্রণা বাড়তে থাকে। বিষয়টি মসজিদে থাকা মুসল্লিরা জানতে পেরে আব্দুর রশিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। মুয়াজ্জিনের সাপের দংশনে মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।


আরো সংবাদ



premium cement