২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাড়ছে যমুনার পানি, আশঙ্কা বন্যার

-

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে বাঙ্গালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই যমুনা ও বাঙ্গালি উভয় নদীর পানি কমতে শুরু করবে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিচু এলাকার আমন ধান, শাকসবজি ও চরাঞ্চলের কৃষকের আউশ, মরিচ, রোপা আমন, বীজতলা, শাকসবজি তলিয়ে গেছে।

দফায় দফায় বন্যায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। নতুন করে বন্যায় যেসব এলাকার ফসলের ক্ষতি হয়েছে সে এলাকাগুলো হলো, সারিয়াকান্দি পৌরসভার দক্ষিণ হিন্দুকান্দি, ছাগলধরা, ডোমকান্দি, নারচি নিজ বরুরবাড়ী, হাটশেরপুর ইউপির হাসনাপারা, শাহানবান্দা। এছাড়াও চর এলাকার পাঁচটি ইউনিয়নের নিচু এলাকার ফসল পানিতে তলিয়ে গেছে।

যমুনা ও বাঙ্গালি উভয় নদীর পানি যে কোনো সময় লোকালয়ে প্রবেশ করতে পারে। এজন্য নদী পাড়ের লোকজন চিন্তায় রয়েছেন।


আরো সংবাদ



premium cement