২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জনগণের সেবার জন্য বিট পুলিশিং: পোরশায় পুলিশ সুপার মান্নান

বৃহস্পতিবার বিকালে উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁর এসপি আব্দুল মান্নান - নয়া দিগন্ত

জনগণের সেবার জন্য বিট পুলিশিং। সারাদেশে পুলিশের সেবা সাধারন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি বেনজীর আহমেদের নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। এতে মানুষ সহজেই পুলিশের সেবা পাবেন। এছাড়াও এলাকার মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ কমাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে। এতে স্থানীয় জনগণের অর্থনৈতিক সাশ্রয় হবে। থানায় ঘুরতে হবে না। জনগণের সুবিধা মাথায় রেখে সরকার এ কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে কথাগুলি বলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। এ সময় তিনি বিট পুলিশিং কার্যক্রমকে সফল করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি কেক কেটে উপজেলার প্রথম বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার।

পোরশা থানার আয়োজনে থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্ চৌধুরী ও প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব। অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম শাহ্, ফখরুদ্দিন আলী আহমেদ, শাহাদাত শাহ্ ও বজলুর রহমান, এসআই শীতল কুমার, এসআই সাখাওয়াত হোসেন, রোস্তম আলী, আতিকুল ইসলাম, বারিক, আব্দুল মান্নান, কোরবান আলী, এরশাদ, এএসআই সানোয়ার, সাজ্জাদ, আহসান, মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল