২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বগুড়ায় করোনা উপসর্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

-

বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে ডা: আব্দুল লতিফ (৫৭) নামে এক চিকিৎসা কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার (এএমসি) বিভাগের পরিচালক ছিলেন।

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা: আব্দুল ওয়াদুদ জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে বগুড়া শহরের মালতিনগরের বাসায় আসেন ডা: আব্দুল লতিফ। তিনি গত ৪ আগস্ট জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শজিমেক হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসে। কিন্তু করোনার উপসর্গ থাকায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। কিন্তু আবদুল লতিফের অক্সিজেনের মাত্রা কমে আসায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।

তার মৃত্যুতে উদীচি শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা সংসদ গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের মেয়ে আঁচল  উদিচি শিল্পী গোষ্ঠির একজন শিল্পী। এছাড়া তার স্ত্রী ও এক ছেলে রয়েছে বলে জানা গেছে। বিকেলে স্বাস্থ্যবিধি মেনে লাশ জীবানুমুক্ত করে দক্ষিণ বগুড়া গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement