২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ধুনটে নিখোঁজ শিশু শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার

- প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর হালিমা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের ইছামতি নদীর ঝিনাই ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত হালিমা উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের আব্দুল বারিকের মেয়ে এবং শেরপুর গাড়ীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, উপজেলার চিকাশি ইউনিয়নের বড়িয়া গ্রামে মামা সাকিল হোসেনের বাড়িতে মা-বাবার সাথে ঈদের দিন বেড়াতে যায় হালিমা খাতুন।

সোমবার দুপুর ১টার দিকে হালিমা প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির পাশে ইছামতি নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে নিখোঁজ হয় হালিমা। ওকে অনেক খোঁজাখুজির পর পাওয়া যায়নি।

পরে ধুনট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন নিখোঁজ হালিমার স্বজনরা।

মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে ইছামতি নদীতে নিখোঁজ হওয়ার স্থান থেকে দুই কিলোমিটার ভাটিতে ঝিনাই ঘাট এলাকায় হালিমার লাশ উদ্ধার করা হয়।

ধুনট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পানির প্রবল স্রোতে নিখোঁজ হালিমার লাশ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, স্কুলছাত্রী হালিমা নদীর পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে হালিমার লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement