২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় করোনাক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁতে যাচ্ছে

বগুড়ায় করোনাক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁতে যাচ্ছে -

বগুড়া জেলায় গত ১ এপ্রিল থেকে ২ আগস্ট পর্যন্ত করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৮৭২ জনের। ফলাফল জানা গেছে ২৫ হাজার ৫৬৭ জনের। বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁতে যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ জন সংক্রমিত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৬ জন।

গত ২৪ ঘণ্টায় আরো ২০ জন সুস্থ্য হওয়ায় মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪৪৮ জন।

গত ২৪ ঘন্টায় আরো ১ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা দাঁড়াল ১০৭ জনে।
সোমবার সকালে বগুড়া সিভিল সার্জন অফিসের পক্ষে এ তথ্য জানান ডা: ফারজানুল ইসলাম নির্ঝর।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৬৮টি নমুনা সংগ্রহ করে ফলাফল জানা গেছে ১০১টির। নতুন আক্রান্ত ৩২ জনের মধ্য ২৭ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু। এদের ৩ জন শিবগঞ্জ উপজেলার, ১ জন আদমদিঘী উপজেলার, ২ জন গাবতলী উপজেলার ও সদর উপজেলার ২৬ জন।


আরো সংবাদ



premium cement