২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মালিকের শান্তি কেড়ে নিলো 'শান্ত বাবু' আর 'বুলেট'

মালিকের শান্তি কেড়ে নিলো 'শান্ত বাবু' আর 'বুলেট' - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী জেলার সবচেয়ে বৃহৎ আকৃতির ষাঁড় ‘বুলেট’ আর ‘শান্ত বাবু’। বুলেটের ওজন ২৭ মণ তার দাম হাঁকা হয়েছিল ১০ লাখ। আর ২২ মণ ওজনের শান্ত বাবুর দাম চেয়েছিলেন ১২ লাখ টাকা। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসাহী লোকজন তাদের দেখতে এলেও ক্রেতার অভাবে বিশাল আকৃতির ফ্রিজিয়াম জাতের এই ষাঁড় দু’টি অবিক্রিত থেকে গেলো। তবে এই ঈদের বিক্রি করতে না পেরে ষাঁড় দু’টির মালিকের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

শুক্রবার বিকেলে বুলেটের মালিক আসলাম আলী সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক আশা ছিল এই ঈদে বুলেটকে বিক্রি করতে পারবো। এর জন্য তার দাম চেয়ে ছিলাম ১০ লাখ টাকা। তাকে কিনতে আজ পর্যন্ত কোনো ক্রেতাই আসেননি। অনলাইল মাধ্যমসহ রাজধানীতেও যোগাযোগ করেছি কিন্তু প্রকৃতপক্ষে কোনো গ্রাহক পাইনি।

অপরদিকে শান্ত বাবুর মালিক কৃষক আলিমুদ্দিন বলেন, রাত পোহালেই ঈদুল আযহা কিন্তু আমার বিশাল আকৃতির এই ষাঁড়টি বিক্রি হয়নি। তাই আগামী ঈদ পর্যন্ত তাকে আদর যত্নে রাখতে হবে। গত দুই বছর চার মাসে তার পেছনে লাখ টাকার উপর খরচ হয়েছে। এখন তো তার খরচ আরো দ্বিগুণ বেড়ে যাবে।


আরো সংবাদ



premium cement