২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সারিয়াকান্দিতে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

-

বগুড়ায় যমুনা ও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এর ফলে জেলার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার চরাঞ্চলে ফসলের মাঠ ও বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। বুধবার যমুনা নদীর সারিয়া-কান্দি পয়েন্টে বিপৎসীমার ১০২ সেন্টিমিটার এবং বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত কয়েক দিনের অতি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির চাপে যমুনা ও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দুই সপ্তাহ আগে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। দুই দিন পর পানি কমে গেলেও গত কয়েক দিনে অতি বর্ষণে সারিয়াকান্দি উপজেলার পাখি মারা চর, চালুয়াবাড়ি, হাটশেরপুর, কাজলা কর্নিবাড়ি, বোহাইল ও ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের সবগুলো গ্রামে পানি প্রবেশ করেছে।

পানিতে ডুবে গেছে চরের উর্বর জমিতে চাষ করা পাট, কাউন, আউশ ধান, মরিচসহ বিভিন্ন ফসল। চরের বাড়ি ঘরগুলোতে পানি প্রবেশ করায় অনেকেই গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস জানিয়েছে, পানিতে এ পর্যন্ত ৬৫ কোটি ৪৮ লাখ টাকার বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।


আরো সংবাদ



premium cement