১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বড়াইগ্রামে করোনায় ডেকোরেটর মালিক-শ্রমিকদের দুর্দিন

বড়াইগ্রামে করোনায় ডেকোরেটর মালিক-শ্রমিকদের দুর্দিন - সংগৃহিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বন্ধ রয়েছে বিয়ে-শাদী, রাজনৈতিক বা সামাজিক সব ধরণের অনুষ্ঠান। এতে কাজ না থাকায় চরম আর্থিক সঙ্কটে পড়েছেন ডেকোরেটর ব্যবসায়ীরা। টানা চার মাস ধরে কোন কাজ না থাকায় ডেকারেটর ব্যবসা সংশ্লিষ্ট প্রায় সহস্রাধিক পরিবারে চলছে নীরব হাহাকার। থমকে গেছে তাদের জীবনজীবিকা। ঈদ অত্যাসন্ন হলেও তাদের ঘরে নেই কোরবানীর আমেজ। এ অবস্থায় সরকারীভাবে প্রনোদণা পেতে বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলা ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মালিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ উপজেলায় ১২৭ জন ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী রয়েছেন। এসব প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে কমপক্ষে সাড়ে আটশ’ জন শ্রমিক। করোনাভাইরাসের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশে সকল প্রকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। এসব অনুষ্ঠান বন্ধ থাকায় ডেকোরেটরের দোকানগুলো কার্যত হয়ে গেছে।

এদিকে, দীর্ঘ দিন ডেকোরেটর পণ্যের ভাড়া না থাকায় ব্যবসায়ীরা পরিবার পরিজন নিয়ে বিপর্যয়ের মুখে পড়েছেন। ব্যবসা প্রতিষ্ঠানের ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন দিতে পারছেন না মালিকেরা। বেতন না পেয়ে এসব শ্রমিকদের পরিবারে চলছে চরম দূর্দিন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় প্রতিটি দোকানে পড়ে থাকা বিভিন্ন কাঠের সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

উপজেলার রেজ্জাক মোড়ের এন কে ডেকোরেটরের স্বত্ত্বাধিকারী খবির হোসেন জানান, সামনে ঈদ, অথচ আমরা গত চার মাস ধরে একটি ভাড়াও ধরতে পারিনি, দীর্ঘ সময়ে ১০টাকারও কোন কাজ পাইনি। এ অবস্থায় ঈদের কেনাকাটাতো দুরের কথা, স্ত্রী-সন্তানদের মুখের আহার জোটানোই কঠিন হয়ে পড়েছে।

উপজেলা ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মালিক ঐক্য পরিষদের সভাপতি শ্রী পলান সাহা জানান, দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহের একমাত্র পথ ডেকোটের ব্যবসা বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছি আমরা। অর্থাভাবে এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরাও চরম মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় সরকারীভাবে কোন সহায়তা না পেলে আমাদেরকে পরিবার-পরিজন নিয়ে খুবই বেকায়দায় পড়তে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মত ডেকোরেটর ব্যবসায়ীরাও বিপাকে রয়েছেন। প্রণোদনা চেয়ে তাদের আবেদন পেয়েছি, এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক সহযোগিতার চেষ্টা করবো।


আরো সংবাদ



premium cement
‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো?

সকল