২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাগাতিপাড়ায় স্বামীকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল স্ত্রীর

বাগাতিপাড়ায় স্বামীকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল স্ত্রীর - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে স্বামীকে মারপিটের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে মাথা ফাটলো স্ত্রীর। ওই ঘটনায় স্বামীও আহত হন। সোমবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়ার মুনশিপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহত স্বামী সাদেক হোসেন (৩৯) ওই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে এবং স্ত্রী আরজিনা বেগম (৩৫)।

আহতরা জানান, উপজেলার জামনগর ইউনিয়নের মুনশিপাড়া বিলে বর্ষার পানি জমায় দেশীয় প্রজাতির ছোট মাছ ধরতে খলসুন পেতে রাখেন সাদেক হোসেন। তার খলসুনের পাশেই একই গ্রামের আজাহারের ছেলে বিল্টুও খলসুন পেতে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুর ১২টার দিকে বিল্টুর সাথে সাদেক হোসেনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সাদেক হোসেনকে মারধর শুরু করলে স্বামীকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী আরজিনা বেগম। সে সময় প্রতিপক্ষের আঘাতে মাথা ফেটে গুরুত্বর আহত হন আরজিনা বেগম।

আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযুক্ত বিল্টুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement