২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় করোনায় দুইজন, উপসর্গে একজনের মৃত্যু

বগুড়ায় করোনায় দুইজন, উপসর্গে একজনের মৃত্যু - প্রতীকী

গত ২৪ ঘণ্টায়য় বগুড়ায় করোনায় মারা গেছেন ২ জন। তবে তাদের পরিচয় জানায়নি সিভিল সার্জন অফিস। এ নিয়ে করোনায় মারা গেলেন ৬৪ জন। এছাড়া বুধবার সকালে করোনা উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গাবতলী উপজেলার মরিয়া এলাকার এক ব্যক্তি (৫০) মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে বুধবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫৫ জন। গত কয়েকদিন ধরেই বগুড়ায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। নতুন ৫৫ জন আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৩ হাজার ৫০১ জনে।

বুধবার সকালে অনলাইন বিফ্রিংয়ে বগুড়ার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, জেলায় ৭ জুলাই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০১জন। এর মধ্যে মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ্য হয়েছেন ১৩৫৭ জন।

তিনি আরো জানান, আক্রান্তদের পুরুষ ৩৯ জন, নারী ১৫ জন ও শিশু ১ জন। বগুড়া সদরে আক্রান্ত ৪৩ জন , শিবগঞ্জে ৩জন, শাজাহানপুরে ৪জন, গাবতলীতে ২, সারিয়াকান্দিতে, সোনাতলায় ও দুপচাঁচিয়ায় ১ জনে করে আক্রান্ত হয়েছেন।


আরো সংবাদ



premium cement