২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিবগঞ্জের আলোচিত সেই চেয়ারম্যান বরখাস্ত

-

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা এসএম রুপম অবশেষে দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছেন। তার বিরুদ্ধে অনিয়ম ও সরকারি নিয়মের ব্যতয় ঘটিয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির ১৯৮ জন গরিব অসহায় মানুষের বিকাশ অ্যাকাউন্ট খুলে দেয়ার নামে বিধি ট্যাক্সের নামে ২৮০ টাকা হারে অর্থ আদায়ের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক বগুড়ার প্রস্তাবনায়, উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার গত ৭ জুলাই প্রেরিত এক পরিপত্রে তাকে বরখাস্ত করা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, কেন চুড়ান্তভাবে বরখাস্ত করা হবে না এ বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।

এর আগেও তার বিরুদ্ধে ত্রাণের চাল চুরি, ইউপি সদস্য ও মিডিয়াকর্মীদের মারধর, ভিজিডি, ভিজিএফ বিতরণে অনিয়ম, ১০ টাকা কেজি দরের চাল বিক্রির অনিয়ম ও সর্বশেষ প্রধানমন্ত্রীর (প্রনোদনা) মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আড়াই হাজার টাকা প্রদানে মোবাইল সিম বিক্রির নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম রুপমের ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির জানান, এ সংক্রান্ত কোনো আদেশের কপি এখন পর্যন্ত পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement