২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বগুড়ায় করোনায় স্কুল শিক্ষকসহ ২ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় স্কুল শিক্ষকসহ ২ জনের মৃত্যু -

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার একজন সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ও একজন নারী ইন্তেকাল করেছেন।

টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, শ্বাসকষ্ট নিয়ে  জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা গ্রামের বাসিন্দা ও বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ২৪ জুন দুপুরে এই হাসপাতালে ভর্তি হন। পরদিন নমুনায় পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অপরদিকে বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণ পাড়ার এক বাসিন্দা (৫৪) করোনায় আক্রান্ত হয়ে  ১ জুলাই করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি হন। সেখানে তার উচ্চচাপ বেড়ে যাওয়ায়। করোনায় সংক্রমিত হয়ে শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আরএমও খায়রুল বাশার মোমিন।


আরো সংবাদ



premium cement